প্রকাশিত: Tue, May 21, 2024 1:00 PM
আপডেট: Fri, Jul 11, 2025 6:12 AM

[১]প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

সালেহ্ বিপ্লব:  [২] ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারের কাছে প্রেরিত এক শোক বার্তায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রীসহ অন্য সফরসঙ্গীদের মৃত্যুতে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন। 

[২.১] বঙ্গভবন প্রেস উইং জানায়, রাষ্ট্রপতি বলেন; বিভিন্ন সংকটে প্রেসিডেন্ট রাইসির দূরদর্শী পদক্ষেপ ও তাঁর সাহস আমাদের জন্য অনুপ্রেরণার মডেল হয়ে থাকবে। প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে ইরান একজন জ্ঞানী ও বিজ্ঞ নেতাকে হারালো। 

[৩] বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়ে দেশটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্টের কাছে চিঠি পাঠিয়েছেন। 

[৩.১] শেখ হাসিনা বলেন, রাইসি ছিলেন একচজন জ্ঞানী ও নিঃস্বার্থ নেতা। তিনি তার দেশ ও জনগণের মঙ্গলের জন্যে কাজ করে গেছেন। 

[৩.২] দুঃখের এই সময়ে, বাংলাদেশ সরকার ও আমার নিজের পক্ষ থেকে আমি ইরানের সরকার ও ভ্রাতৃপ্রতীম দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

[৩.৩] রাইসি একজন আন্তর্জাতিক মর্যাদার মহান নেতা ছিলেন এবং তার অনুকরণীয় নেতৃত্ব ও কৃতিত্ব আমাদের জন্য একটি স্থায়ী উত্তরাধিকার হিসেবে থাকবে। সম্পাদনা: সমর চক্রবর্তী